আসন্ন ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগী হল ইংরেজ বাজার পৌরসভা। সেই কারণে তৎপরতার সাথে সোমবার সকালে ইংরেজ বাজার পৌরসভার অন্তর্গত বিভিন্ন ঘাট পরিদর্শনে করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এদিন মিশনঘাট, বাবলাঘাট, গুজরঘাট, সেতুঘাট সহ সমস্ত ঘাটেই শ্রমিক লাগিয়ে চলছে ঘাট প্রস্তুতির কাজ। সেই কাজ পরিদর্শন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। পরিদর্শন শেষে তিনি জানান, ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে নদীঘাটে যা যা প্রয়োজনীয় কাজ করা দরকার তা করা হচ্ছে। ঘাটে আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য পানীয় জল, শৌচালয়, চেঞ্জিং রুম-এর ব্যবস্থা করা হচ্ছে। যাতে পুণ্যার্থীরা কোন সমস্যায় না পড়েন। সমস্যায় পড়লে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার জন্য খোলা হচ্ছে কন্ট্রোলরুম।